গৌরনদী
গৌরনদীতে বালু ভরাট করা খালে ইউএনওর উদ্যোগে বিকল্প পথে সেচ সরবারহ চালু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার রাজিহার খলের সংযোগ মুখ বালু দিয়ে ভরাট করে বাঁধ নির্মান করে ঠিকাদার। এতে ১৫ হাজার কৃষকের সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বোরো চাষ বন্ধ হয়ে যায়। এ নিয়ে মঙ্গলবার “ খাল ভরাট, চাষাবাদ বন্ধ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সংযোগ মুখে পাম্প বসিয়ে সেচ সরবারহ শুরু করেছেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ডাবিøউ, বি.বি.আই পি প্রকল্পের অধীনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টাÐ (গয়নাঘাট) এলাকায় আরসিসি কংক্রিট সেতু নির্মান প্রকল্প বাস্তবায়নের কাজ পান মেসার্স ডিয়েনকো লিমিটেড। প্রকল্পের বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম বর্হিভূতভাবে গৌরনদী Ñ রাজিহার খালের সংযোগ মুখে বালু ভরাট করে বাধ দেন । এতে গৌরনদী উপজেলার ১৩টি ও আগৈলঝাড়া উপজেলার ১২টি বোরো প্রকল্প সেচ সংকটে বোরো চাষ বন্ধ রয়েছে। ফলে ১৫ হাজার কৃষক সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষ থেকে বঞ্চিত হয়েছে। ভূক্তভোগীরা জানান, ঠিকাদার প্রকল্পের গার্ডার ঢালাই দিতে সেন্টারিং না করে খালটি বালু দিয়ে ভরাট করে উচ্চ ওজনের রোলার দিয়ে কম্পেক্ট করে খালটি বন্ধ করে দেন। ফলে গৌরনদী ও আগৈলঝাড়ার ২৫টি বোরো চাষ প্রকল্পে বন্ধ হয়ে গেছে। বালু অপসারন করে সেচ সরবারহ করতে ঠিকাদার দফায় দফায় সময় নেন কিন্তু বাঁধ অপসারন করেননি। প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পরে উপজেলা কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মলিতভাবে সেচ সরবারহের উদ্যোগ নেন।
মেসার্স ডিয়েনকো লিমিটেডের প্রকল্প তদারকি কাজে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, বালুর বাঁেরধ উপরে গার্ডার ঢালাই দেয়ায় গার্ডারের কাজ শেষ না হওয়া পর্যন্ত বাঁধ অপসারনের সুযোগ নেই । তাই কৃষকদের স্বার্থ সংরক্ষনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিকল্পভাবে সেচ সরবারহের ব্যবস্থা করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে গৌরনদীÑরাজিহার খালের সংযোগ মুখের বাঁধের পূর্ব পাশে পাম্প বসিয়ে পশ্চিম পাশে সেচ সরবারহ শুরু করা হয়েছে। সেচ সংকটে বোরো আবাদের যতটা সমস্যা হয়েছে দিনরাত পাম্প চালু রেখে সেচ সরবারহ করে তা পুরন করা হবে।
স্থানীয় একটি সূত্র জানান, বোরো চাষে সেচ সরবারহ করতে ঠিকাদারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমঝোতার উদ্যোগে নেয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন, গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থলে আসেন। পরে আলোচনা করে সেচ সরবারহের সিদ্বান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলেিগর সাবেক সভাপতি মো. সুমন মোল্লা, প্রাইমারি সেচ প্রকল্পের ব্যবস্থাপক মো. নান্নু খান, মো. মনির হোসেন সরদার। প্রাইমারি সেচ প্রকল্পের ব্যবস্থাপক মো. নান্নু খান জানান, গতকাল মঙ্গলবার থেকে ঠিকাদার সাময়িকভাবে সেচ সরবারহের ব্যবস্থা করেছেন। তবে তা পর্যান্ত নয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন বলেন, বাঁধ অপসারনের বিকল্প হিসেবে পাম্প স্থাপন করে সাময়িকভাবে সেচ সরবারহ করা শুরু হয়েছে। তবে ২৫ জানুযারি বালু অপসারন করে খাল খুলে দেয়া হবে।