প্রধান সংবাদ
গৌরনদীতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গরীবের ডাক্তার দাস রনবীর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও গরীবের ডাক্তার বলে খ্যাত ডাক্তার দাস রনবীর (৪৫) ঢাকার একটি বেসরকারি হাসপতালে চিকৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা দিকে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। রোববার সকালে ডাঃ রনবী দাসের লাশ এলাকায় পৌছলে একনজর দেখার জন্য কয়েক হাজার নারী পুরুষ ভীড় জমায়। তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে চিরবিদায় দেন। দুপুর ২টায় গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রামে পারিবারিক শশ্মাণে অন্ত্যেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়।
গত বুধবার হঠাৎ জ্বর অনুভব করে অসুস্থ্য হয়ে পরে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পরে গুরুতর অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন সেখান থেকে ঢাকায় পাঠানো হলে বৃহস্পতিবার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। চিকৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা দিকে পরলোক গমন করেছেন। রোবার সকাল ৯টায় গৌরনদী থানা সংলগ্ন বালু – মাঠে, সেখান থেকে সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ও সাড়ে ১১টায় বিল্লগ্রাম বাজারে শেষ দেখার জন্য লাশ রাখা হয়। এ সময় কয়েক হাজার নারী পুরুষ এক নজর দেখার জন্য ভীড় করেন এবং রাজনৈতিক সংগঠন, প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় গৌরনদী সদর ও আশপাশের বিভিন্ন স্কুল কলেজে অঘোষিতভাবে বন্ধ করে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ডাঃ রনবীকে এক নজর দেখার জন্য ছুটে আসে।
ডাক্তার দাস রনবীরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি খোকন আহম্মেদ হীরা, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভোলা সাহা, তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, তিনবেলা বাংলা ও চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক স্বজল ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।