গৌরনদী
গৌরনদী ও উজিরপুরে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামীলীগের চারটি মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সোমবার রাতে বরিশালের গৌরনদীতে আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘঠিত সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার গৌরনদী মডের থানায় একটি ও উজিরপুরের গুঠিয়া আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুর, শিকারপুর ইউনিয়নের আওয়ামীলীগের পশ্চিম জয়শ্রী ও বামরাইল ইউনিয়নের আটিপাড়া নির্বাচনী কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় উজিরপুর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে। গৌরনদী ও উজিরপুরের চার আওয়ামীলীগ নেতা বাদি হয়ে গৌরনদীর ৩৬ জন নামীয় ও উজিরপুর সাড়ে তিন শ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে। উজিরপুরের অফিস ভাঙচুরের একটি মামলায় বরিশাল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার সরফ উদ্দিন আহম্মেদ সান্টুকে প্রধান আসামি করা হয়েছে। গতকাল বরিশালের গৌরনদী, ও আগৈলঝাড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ ব্রিজের গোড়ায় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ ও বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের মসর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বুধবার গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. সোহরাব হোসেন বাদি হয়ে সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারন সম্পাদক মো. আবুল বাশার প্যাদা, ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নাসির মুন্সী, মো. সাদ্দাম মৃধা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. বসির মুন্সীসহ ৩৬ জনের নাম উল্লেখ ও অসংখ্য অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গৌরনদী মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি বিস্ফোরক মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে বিএনপির কর্মী ভূরঘাটা গ্রামের জাহাঙ্গীর আলম তালুকদার, কটকস্থল গ্রামের জিয়াউল সরদার, টুলু সরদার, আলামিন মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিএনপির নেতা কর্মীকে গতকাল বুধবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, সোমবার রাতে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া বাজার এলাকায় আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় গুঠিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার রাতে বরিশাল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার সরফ উদ্দিন আহম্মেদ সান্টুকে প্রধান আসামি ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সদস্য মো. মিরাজ খান, মো. মজিবর রহমান হাওলঅদার, মো. নজরুল মোল্লা ও লাবু চাপরাসিসহ ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
স্থানীয়রা জাানান, উজিরপুর উপজেলা পশ্চিম জয়শ্রী আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় অজ্ঞাতনামা দূবৃত্তরা। এতে অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র পুড়ে যায়। আগুন দেখে এলাকাবাসি এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মাঝি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত সমর্থকরা নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। শিকারপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি নেতাকর্মিদের হয়রানী করতে আওয়ামীলীগ নেতারা নিজেরাই আগুন দিয়ে আমাদের নামে মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এ ঘটনায় শিকারপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মহাজোট সমর্থক মো. মনির হোসেন হাওলাদার বাদি হয়ে ৩৫ জন বিএনপির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করে ৬৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের স্থানীয়রা জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে আওয়ামলীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় কে বা কারা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু নেভানোর আগেই অফিসটি সম্পূর্ন ভস্মিভ’ত হয়। বামরাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাওন বালী বলেন, বামরাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনে কার্যালয়ে বিএনপি জামাতের নেতাকর্মিরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনজীবি মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচনের পূর্বে আমাদের নামে মামলা দিতে আওয়ামীলীগ একটি নাটক সাজিয়েছে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান হোসেন বাদি হয়ে ৮০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, আফজাল হোসেন জানান, মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার গৈলা এলাকায় অভিযান চালিয়ে গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন(৫৫)কে গ্রেপ্তর করেছে। তাকে উপজেলার বাগধা গ্রামের বসত ঘরে আগুন দেয়ার একটি নিয়মিত মামলার সন্ধীগ্ধ আসামি হিসেবে গতকাল বুধবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে ৩ বিএনপি কর্মিকে গ্রেপ্তার করা হয়েছে।