Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে সচিবের ওপর হামলার ঘটনায় দুই মেম্বর গ্রেপ্তার

    | ২১:৪৭, অক্টোবর ২৬ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে ইউনিয়ন পরিষদের সচিব সাধন চন্দ্র হালদার (২৮)র ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে দুই ইউপি সদস্য। এ ঘটনায় গত বৃহস্পতিবার গভীর রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ নাঠৈ গ্রাম থেকে ৫নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আ.লীগ সদস্য সৈয়দ মেহেদী (৩৮) ও ২নং ওযার্ড সদস্য ও ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক দিরীপ কুমার ভদ্রকে গ্রেপ্তার করেছে। প্রথমে তাদের আটক করে বিশেষ অনুরোধে ছেড়ে দেওয়ার পরে দুই ইউপি সদস্যের সমর্থকরা আটকের প্রতিবাদে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নাঠৈ এলাকায় অবরোধ করে যানবাহন আটকে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বভাবিক করেন এবং দুই সদস্যকে গ্রেপ্তার পুনরায় গ্রেপ্তার করে।

    স্থানীয় লোকজন, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সৈয়দ মেহেদী স্থানীয় সরকার অধিদপ্তরের এলজিএসপি প্রকল্পের অধিনে উত্তর নাঠৈ মঙ্গল সরদারের বাড়ি হইতে খালেক মোল্লার বাড়ি পর্যন্ত ইটের সলিং সড়ক নির্মান ও ২নং ওয়ার্ডের সদস্য দিলিপ কুমার ভদ্র উত্তর রাধাকান্ত মেম্বরের বাড়ির সামনে ব্রিজ নির্মান প্রকল্পের কাজ পান। সৈয়দ মেহদী তার প্রকল্পের কাজ শেষ করেন কিন্তু প্রকল্প এলাকায় সাইনবোর্ড স্থাপন করেননি। দিলীপ কুমার ভদ্র প্রকল্পের কোন কাজ করেনি। চলতি মাসের প্রথম দিকে উভয়ে বিলের চেক দাবি করেন। কিন্তু এলজিএসপির নীতিমালা অনুসারে কাউকেই বিল দেয়া সম্ভব হয়নি। বুধবার দুপুর আড়াইটার দিকে দুই ইউপি সদস্য সচিব সাধন চন্দ্র হালদারের কাছে বিলের চেক চান। এসময় সে নিয়ম বর্হিভূতভাবে চেক দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে দুই ইউপি সদস্য ক্ষিপ্ত হন। কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে।

    ইউপি সচিব সাধন চন্দ্র হালদার (২৮) অভিযোগ করে বলেন, ইউপি সদস্য মেহেদী কাজ শেষ করে প্রকল্প স্থানে সাইনবোর্ড স্থাপন করেনি, নীতিমালা অনুযায়ী সাইনবোর্ড স্থাপন না করা পর্যন্ত বিল পরিশোধ করা যাবে না। দিলীপ ভদ্র প্রকল্পের কোন কাজ করেনি । তারা দুজনে কয়েকদিন ধরে বিলের চেক নেওয়ার জন্য আমাকে বিরক্ত করে আসছিল। চেক না দেওয়ায় বুধবার দুপুরে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। তারা অফিসের বেলকনিতে লাগানো লোহার পাইপ ভেঙ্গে ওই পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। ইউপি চেয়ারম্যান কৃঞ্চ কান্ত দে জানান, হামলার খবর পেয়ে পরিষদে পৌছে সাধনকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ইউপি সদস্য সৈয়দ মেহেদী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এক মাস আগে প্রকল্প কাজ শেষ করে বিল পাওয়ার আবেদন করেছি কিন্তু সচিব বিল পাশ করতে শতকরা ১০ ভাগ টাকা দাবি করলে টাকা না দেয়ায় বিল পরিশোধ করতে গড়িমশি করেন। এ নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়েছে। মারধরের কোন ঘটনা ঘটেনি। দিলীপ কুমার ভদ্র বলেন, আমি কাজ শেষ করেছি কিন্তু অনৈতিক সুবিধা না দেওয়ায় বিল পরিশোধে তালবাহানা করায় সচিবের সঙ্গে সৈয়ম মেহেদীর হাতাহাতি হয়েছে।

    সচিবকে পিটিয়ে জখম করার কথা স্বীকার করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৃহস্পতিবার রাতে সচিব সাধন চন্দ্র হালদার বাদি হয়ে ইউপি সদস্য সৈয়দ মেহেদী ও দিলীপ কুমার ভদ্রকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই রাতেই নাঠৈ এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মেহেদী ও চাঁদশী থেকে দিলীপ কুমার ভদ্রকে আটক করে বিশেষ অনুরোধে ছেড়ে দেওয়ার পরে দুই ইউপি সদস্যের সমর্থকরা আটকের প্রতিবাদে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নাঠৈ এলাকায় অবরোধ করে যানবাহন আটকে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বভাবিক করেন এবং দুই সদস্যকে গ্রেপ্তার পুনরায় গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ৪৫৩

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • মিজানুর রহমান খান স্মরনে বরিশালের ৫ উপজেলার সাংবাদিকদের স্মরন সভা ও দোয়া মোনাজাত
    • গৌরনদীতে ঝুলন্ত লাশ উদ্ধার
    • বরিশালে তিন দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান
    • গৌরনদীতে প্রধান মন্ত্রীর নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    • গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আর নেই
    • উজিরপুর মডেল থানায় সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৪
    • গৌরনদীতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
    Top