গৌরনদী
গৌরনদীতে মীনা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে মীনা দিবস উপলক্ষে সোমবার সকালে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে সুুকান্ত বাবু মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্র্বাহী অফিসার খালেদা নাছরিন. গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সহকারী শিক্ষা অফিসার বদিউজ্জামান, আঃ মান্নান, এসএম বজলুুর করিম, নাদিরা আফরিন, মাহবুুবুুল ইসলাম, পলাশ সরদার, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বিএম বেলাল, প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান। বক্তব্য রাখেন উপজেলা সরকারী প্রধাণ শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল মতিন হাওলাদার, বিএম ইউনুস আলী, প্রদীপ কুমার দাস, মন্দিরা রানী পাল, হোসনেয়ারা বেগমসহ অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্টানে বিভিন্ন শিপ্লীরা সংগীত পরিবেশণ করেন।