গৌরনদী
আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিলে ২০০১ সালের মত নৌকাকে ডুবিয়ে বিজয়ী হতাম
-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি যেন ক্ষমতায় না যায় এটাই ছিল আওয়ামীলীগের একমাত্র লক্ষ্য। কিন্তু আমরা মনে করি রাষ্ট্র সরকার আইনকানুন যদি আওয়ামীলীগকে নির্বাচন করতে দিতো তাহলে আমরা বীরের মত লড়াই করে ২০০১ সালের মত নৌকাকে ডুবিয়ে বিজয়ী হতাম। তিনি আরো বলেন, দলের বিপক্ষে যারা যাবেন, তাদের চিহ্নিত করে রাখার নির্দেশ দেন দলীয় নেতা-কর্মীদের।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপি’র আয়োজনে রাজিহার ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি প্রার্থীর প্রথম নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খোন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় হিন্দু কল্যান ট্রাষ্টী বোর্ডের সদস্য সঞ্জয় গুপ্ত, জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, সদস্য আবুল হোসেন মিয়া, ছরোয়ার হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ম-আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, দীনেশ হালদার, উপজেলা মহিলা দলের নেত্রী ফারহানা আক্তার, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক, ইউনিয়ন বিএনপি নেতা রবীন্দ্রনাথ ঘটক, উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রদল নেতা হামিদুল ইসলাম মহিদুল, আবুবক্কর ছিদ্দিকসহ প্রমুখ।


