বরিশাল
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকসহ চার সাংবাদিকের উপর ভুমিদস্যুদের হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে নগরীতে বুধবার সকালে মানববন্ধন করেছে সচেতন সাংবাদিক মহল। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক সুশান্ত ঘোষ, নজরুল বিশ্বাস, কামরুল আহসান, বাপ্পী মজুমদার, বিধান সরকার, শামীম আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রামের ভুমিদস্যুদের বিরুদ্ধে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে প্রথমে র্যাবের কাছে আশ্রয় নেয় সাংবাদিকরা। পরে র্যাবের সহায়তায় ঢাকায় আসার পথে যাত্রাবাড়িতে ওই ভূমিদস্যুদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলার দ্বিতীয়দফায় গুরুতর আহত হন দীপ্ত টেলিভিশনের দুই সাংবাদিকসহ চার সাংবাদিক। বক্তারা অনতিবিলম্বে ভূমিদস্যু ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।