গৌরনদী
গৌরনদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদীতে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ সরদার (২৫)’কে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে বরিশাল র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল। গত শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ফরিদ একই এলাকার হবিজ সরদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরদী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ সরদারকে দুই হাজার দশ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ানশুটার গান ও দুটি দেশীয় ধারালো অস্ত্র (চাকু)সহ আটক করা হয়।
আরও জানা যায়, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এর চালান সংগ্রহ করে গৌরনদী উপজেলা সহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে আটককৃত ফরিদ। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে র্যাবের সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।