গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেতা ব্যবসায়ির ওপর হামলা, হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও সরকিল বন্দরের ব্যবসায়ী রোকন হাওলাদারের ওপর গতকাল শুক্রবার কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুতরভাবে জখম করে ডান হাতটি ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা ব্যবসায়ীর ৩ লক্ষ ১৫ হাজার টাকা ও সিপিজেট মটরসাইকেল ছিনিয়ে নেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় ব্যবসায়ী ও বিএনপি নেতাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে।
আহত বিএনপি নেতা ও সরিকল বন্দরের বিসমিল্লাহ ফ্যাশন হাউজের মালিক রোকন হাওলাদার (৩০) জানান, তিনি সৌদী আরবে ১২ বছর থাকার পরে এলাকায় ফিরে এসে ৬মাস পূর্বে সরিকল বন্দরে বিসমিল্লাস ফ্যাশন হাউজ নামে একটি গার্মেন্টসের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। কয়েক দিন আগে ঢাকায় গিয়ে বিএনপি কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে কতিপয় সন্ত্রাসীরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে শাসিয়ে যান এবং বিএনপি ত্যাগ করে আ.লীগে যোগদান করতে নির্দেশ দেন। নির্দেশ অমান্য করলে ভয়াবহ পরিনতির হুমকি দেন।
রোকন অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে পূজা উপলক্ষে দোকানের মালামাল ক্রয়ের জন্য মোকামে যাওয়ার উদ্দেশ্যে তিন লক্ষ ১৫ হাজার টাকাসহ মটরসাইকেলযোগে নিজ বাড়ি কাÐপাশা থেকে বের হয়ে কাÐপাশা দীঘিরপাড় নামকস্থানে পৌছলে ৭/৮ জন যুবলীগ কর্মি মটরসাইকেল থামিয়ে (যাদের দেখলে চিনি নাম জানিনা) আমার পথরোধ করে । এ সময় কেন আমি বিএনপি ত্যাগ করিনি জানতে যাওয়ার সঙ্গে সঙ্গে লোহার রড, লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চলায়। আমাকে বেদমভাবে পিটিয়ে এক পর্যায়ে আমার ডান হাতটি ভেঙ্গে দিয়ে নগত তিন লক্ষ ১৫ হাজার টাকা ও সিপিজেট মটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। আমি বাঁচার জন্য ডাক চিৎকার দিলেও কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকার লোকজন আমাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পংকজ হালদার বলেন, রোগীর শরীরে বিভিন্ন ফুলা জখম রয়েছে এবং ডান হাতের কজ্বি ও কেনুর মাঝখানে ভেঙ্গে দিয়েছে।