বরিশাল
আদালতে গৃহবধূ হত্যা মামলার প্রতিবেদন না দেয়ায় ॥ আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূ হত্যা মামলা সম্পর্কে কোন প্রতিবেদন জমা না দেয়ায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলামকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে মামলার তদন্তের অগ্রগতি ১০দিনের মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় হাকিম মো.শিহাবুল ইসলাম ওই নির্দেশ দিয়েছেন। জানা গেছে, উপজেলার রামানন্দের আঁক গ্রামের গৌতম বাড়ৈর মেয়ে জোসনা রানীকে একই এলাকার নিরাঞ্জন বেপারীর ছেলে রাজু বেপারীর সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর রাজুর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে স্ত্রী জোসনা। এ কারনে গতবছরের ৬ মে জোসনাকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করে স্বামীর বাড়ির লোকজন। একই বছরের ১৬ মে জোসনাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন জোসনার পিতা গৌতম বাড়ৈ। আদালত আগৈলঝাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা তদন্ত সম্পর্কে কোন তথ্য আদালতে জমা দেয়নি। তাই মঙ্গলবার আদালত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ করেন।