গৌরনদী
গৌরনদীতে ৪ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে ৪দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা মঙ্গলবার সকালে উদ্ধোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্ধোধন করেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিল, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফেজ মৃধা, বীর মুক্তিযোদ্ধা খান শামছুল হক, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।