গৌরনদী
কোরবানী করতে টাকা না পেয়ে পিতার আত্মহত্যা, আগৈলঝাড়া নবজাতকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ প্রবাসী পুত্রের কাছে কোরবানী করতে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে শনিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামে কীটনাশক পানে হান্নান ফকির (৫৫) নামের এক জেলে আত্মহত্যা করেছে। হান্নান ফকির ওই গ্রামের মৃত মফেজ ফকিরের ছেলে। এ ঘটনায় নিহতের সহোদর ভাই হামজা লাল ফকির বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেন। অপরদিকে একই দিন গৌরনদী গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া বাইপাস এলাকার ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া পুলিশ।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্মক (এস.আই) মো. ইকবাল কবির জানান, উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের জেলে হান্নান ফকির তার কুয়েত প্রবাসী পুত্র আলী ফকিরের কাছে কোরবানীর পশু ক্রয়ের জন্য টাকা পাঠাতে বলেন। পুত্র আলী ফকির তার বাবাকে কোরবানি দিতে নিষেধ করেন। এ নিয়ে বাবা ছেলের মধ্যে মুঠোফোনে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে তার বাবাকে জানান এ বছর টাকা পাঠানো সম্ভব নয়। হান্নান ফকিরের স্ত্রী শেফালী বেগম জানান, কোরবানীর টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে স্বামী হান্নান ফকিরের সাথে ছেলে আলী ফকিরের শেষবারে ঝগড়াঝাটি হয়। এর জেরধরে শনিবার দিবাগত রাতে স্বামী হান্নান ফকির মাছ ধরার কথা বলে জাল নিয়ে বার্থী-সমরসিংহ খালে যান। সেখানে গিয়ে অভিমান করে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠান।
অপরদিকে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, শনিবার সকালে স্থানীয়রা গৌরনদী গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া বাইপাস এলাকায় মা ক্লিনিক সংলগ্ন সড়কের ঢালের ডোবার পাশে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ ভর্তি একদিনের নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্বার করে থানায় নিয়ে আসে। রাতেই তিনি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।