গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেতার বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাঞ্জাপুর ইউনিয়ন পরিসদের সাবেক মেম্বর মো, সেলিম আহম্মেদের বাবা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার কবির উদ্দিন আহম্মেদ(৭৪) বাধ্যর্কজনিত কারনে রোববার দুপুর দেড়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহির..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে তিন মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিন আছর বাদ মরহুমের নামাযে জানাজা শেষে কমলাপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কার্যনিবাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুছুর রহমান, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবি পরিষদের যুগ্ম সম্পাদক ্অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়র আব্দুস সোবহান, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সাবেক সভাপতি ও পৌর মেয়র নুর আলম হাওলাদার, গৌরনদী রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান।