গৌরনদী
প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহিরসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরসহ গৌরনদীর সাত সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ষরযন্ত্রমূলক মিথ্যা প্রত্যহারের দাবিতে ও উজিরপুরের সাংবাদিক জহির খান ও সাকিল মাহমুদ বাচ্চুকে পুলিশি হয়রানির প্রতিবাদে শনিবার সকালে গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা প্রেসক্লাবের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, যুগান্তরের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, ইত্তোফাক প্রতিনিধি ও এটিএন বাংলার গৌরনদী প্রতিনিধি মো. জামাল উদ্দিন, দৈনিক জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার ও চ্যানেল এসএ প্রতিনিধি খোকন আহম্মেদ হীরা, ইনকিলাব প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ, রিপোর্টাস ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বিএম বেলাল হোসেন, সহ-সম্পাদক মনিরুজ্জামান চুন্নু, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক মাকসুদ আলী সুমন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি জামিল মাহমুদ, আনন্দ টিভি’র গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, উজিরপুর রিপোর্টাস ইউনিটির সহ সম্পাদক ও নয়া দিগন্তের উজিরপুর প্রতিনিধি জহির খান, উজিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল, দৈনিক ন্যায় অন্যায়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি হাসান মাহমুদ, সাংবাদিক মনোতোষ সরকার, সৌরভ হোসেন, মোঃ রনি মোল্লা, পরিমল বারিক, পলাশ তালুকদার, এইচএম মনিরুজ্জামান, শামীম মীর, রাসেদ আহম্মেদ, রফিকুল ইসলাম রনি, বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে ক্ষোভ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান।