গৌরনদী
গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইউএনও জন কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের সঙ্গে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় নবাগত ইউএনও জন কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিররের সভাপতিত্বে মতবিনিময় সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম । বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রিপন,মো. হানিফ, মনিষ চন্দ্র বিশ্বাস, মো. খায়রুল ইসলাম, এস এম মোশারফ হোসেন, মোহাম্মদ আলী বাবু, মো. আলম, শামীম মীর, মোল্লা ফারুক, এস এম মিজান, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম বলেন, প্রশাসন এবং সংবাদমাধ্যমের লক্ষ্য অভিন্ন। জন কল্যাণ সাংবাদিক ও প্রশাসন এক সাথে কাজ করে সেবা নিশ্চিত করতে হবে। আমি বিশ্বাস করি, প্রশাসন ও সংবাদকর্মীদের সম্পর্ক হবে পারস্পরিক আস্থা ও সহযোগিতার। আমি নিশ্চিত করে বলতে চাই, গৌরনদীতে আপনাদের পেশাগত দায়িত্ব পালনে আপনারা আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন। আসুন, আমরা সকলে মিলেমিশে গৌরনদীকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য একসাথে কাজ করি।


