গৌরনদী
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফেরাজুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা বরণ করলেন জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদকঃ সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মোঃ হাসান সরদারকে শুক্রবার সকালে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন।
জুলাই-আগস্টেরশেখ হাসিনার পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ওই ছাত্রদল কর্মী দীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানেমাঠ পর্যায়ের অন্যতম সৈনিক ছিলেন ছাত্রদল নেতা মোঃ হাসান সরদার। শুক্রবার(১৭ অক্টোবর) সকাল ১১টায় সে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওবরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্যএম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে তার গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে সাক্ষাৎ করে। এ সময় সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন তার দলের সাহসী রাজনৈতিক কর্মী জুলাই যোদ্ধা হাসান সরদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। সাক্ষাৎঅনুষ্ঠানে এম. জহির উদ্দিন স্বপন বলেন, হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সে মাঠ পর্যায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নির্ভীক কর্মী। তার মতো সাহসী কর্মী আমাদের দলের জন্যসম্পদ। একই সময় জহির উদ্দিন স্বপন ঘোষণা দেন, মোঃ হাসান সরদার ও তার পরিবারের যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।


