গৌরনদী
দৈনিক নয়া দিগন্তের উজিরপুর প্রতিনিধি বরিশাল কারাগার থেকে মুক্তি লাভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ দীর্ঘ এক মাস কারা ভোগের পর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত, প্রথম সকাল পত্রিকার উজিরপুর প্রতিনিধি মোঃ জহির খান মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন। সে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছে। এসময় বরিশাল নিউজ এডিটর কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলাম ও উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু সহ উজিরপুরে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরন করে নেন।
রোববার সুপ্রীমকোটের হাইকোর্ট বিভাগ দৈনিক নয়া দিগন্তের বরিশালের উজিরপুর উপজেলা প্রতিনিধি জহির খানের এক বছরের স্থায়ী জামিন মঞ্জুর করেন । বিচারপতি মো. রেজাউল হক ও মো. জাফর আহম্মেদের দ্বৈত বেঞ্চ কেন স্থায়ী জামিন মঞ্জুর করা হবে না তার জন্য চার সপ্তাহের রুল জাড়ি করেন এবং এক বছরের স্থায়ী জামিন মঞ্জুর করেন। এ মামলাটিও পরিচালনা করেন এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম। উলে¬খ্য প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে উজিরপুর মডের থানার ওসি এক নারীকে দিয়ে জোরপূর্বক সাংবাদিক জহির খানের বিরুদ্ধে ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। এ নিয়ে গত ৮ জুন প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
উজিরপুরের সাংবাদিক জহির খান অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পালের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও ঘুষ বানিজ্যের সংবাদ প্রকাশিত হওয়ায় ওসি আমার ওপর ক্ষিপ্ত হন। সর্বশেষ গত ২৫ মে দৈনিক প্রথম সকালে “উজিরপুরে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর সখ্যতা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে ওসি শিশির কুমার পাল আমাকে মিথ্যা মামলা দিয়ে শায়েস্তা করার হুমকি দেন। হুমকির পর ওসি শিশির কুমার পাল ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাধ্র করে আমার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মামলা দেওয়ান। স্থানীয় কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, ওসি শিশির কুমার পাল প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে সাংবাদিক জহিরকে জব্দ করতে মিথা মামলা দিয়া জেল হাজতে পাঠান। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে উজিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, আমি মামলা দিতে কাউকে বাধ্য করি নাই, ভিকটিম নিজেই ধর্ষনের চেষ্টার মামলা দিয়েছে।