প্রধান সংবাদ
৭ বছর পর উজিরপুর বিএনপির সম্মেলন, উপজেলা ও পৌর কমিটি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয়ার্ধে শুক্রবার রাতে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় উজিরপুর উপজেলার গুঠিয়ায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি এস সরফুদ্দিন আহম্মেদ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক । বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: আবুল কালাম । বক্তব্য রাখেন বিএনপি নেতা মাজেদ তালুকদার মান্নান, মহসিন ফকির, হুমায়ুন খান, আব্দুল হক বালী, সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সরদার সিদ্দিকুর রহমান, মহিলা দল নেত্রী সৈয়দা আফসুন্নাহার বেগম, সাধারন সম্পাদক পারুল বেগম, শহিদুল ইসলাম খান, আসাদুজ্জামান বাদশা, ইকবাল বাহার মোল্লা, মতিউর রহমান, ফিরোজ হোসেন, আঃ রব মল্লিক, মাও: সিদ্দিকুর রহমান, খলিলুর রহমান, ফারুক বিশ্বাস, প্রভাষক আঃ আজিজ, রিয়াজ মৃধা, মজিবুর রহমান, সালেক সিকদার, হানিফ বেপারী, এ্যাড: শহিদুল ইসলাম, জামায়াত ইসলামের জেলা আমীর মাও: আব্দুল মান্নান, উপজেলা আমীর মাও: কাওসার হোসেন প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি এস সরফুদ্দিন আহম্মেদ জানান, দিন ব্যাপি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শুক্রবার রাতে উপজেলা ও পৌর কমিটি ঘোষনা করা হয়। উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন খান ও এ্যাড: আসাদ্জ্জুামান বাদশাকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ও পৌর কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মহসিন ফকির, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান ও রোকুনুজ্জামান টুলুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।