গৌরনদী
উপজেলা ভাইসচেয়ারম্যানের উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন মুন্সীর উদ্যোগে শনিবার গৌরনদীতে এতিম, অসহায়, দুস্ত ও সুধীজনদের সম্মানে শনিবার ইফতার মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন মুন্সীর উদ্যোগে পৌরসভার উত্তর গেরাকুল মারকায়ুন্ নুর আমীরিয়া কাসেমিয়া কাওমী মাদ্রাসায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা মসজিদের খতিব কারী আব্দুল আজিজ, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাবেক সহ- সভাপতি আবু সাঈদ খন্দকার, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীর, ইউনিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন মোল্লা, সাবেক কোষাধ্যক্ষ এস, এম, মিজান, যুবলীগ নেতা শাহাদাত হোসেন মাতব্বর, বার্থী মাদ্রাসার মোহাতিম মাওলানা আমিনুল ইসলাম, উত্তর গেরাকুল মারকায়ুন্ নুর আমীরিয়া কাসেমিয়া কাওমী মাদ্রাসার মোহাতিম মাওলানা মুফতি জামিলসহ সুধীবৃন্দ। শেষে দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব কারী আব্দুল আজিজ।