গৌরনদী
গৌরনদী উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম শামচুল হক মিয়া ও তার স্ত্রী মরহুমা জীবন নেছার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কোরানখানি, মিলাদ মাহফিল, দোয়া-মেনাজাত ও ইফতারের আয়োজন করা হয়।
এ উপলক্ষে মরহুমদ্বয়ের গ্রামের বাড়ি কটকস্থলে কনিষ্টপুত্র গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনতার স্থানীয় প্রতিনিধি তরিকুল ইসলাম দিপুর উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া-মেনাজাত অনুষ্টানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্টাতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সংবাদ সপ্তাহের প্রকাশক ও সম্পাদক কাজী আল আমীনসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ। শেষে মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাঁরাকুপি-কটকস্থল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কারী কামাল হোসেন কুতুবী।