গৌরনদী
গৌরনদীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় মামলা দায়ের \ বখাটে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩)কে উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে বখাটে ফরহাদ সরদার (২১)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের গফুর সরদারের ছেলে। এ ব্যাপারে নির্যাতিতা স্কুলছাত্রীর বাবা উপজেলার শংকরপাশা গ্রামের শাহ্জাহান খলিফা বাদি হয়ে অভিযুক্ত বখাটে ফরহাদ সরদারকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, উপজেলার শংকরপাশা গ্রামের ওই সপ্তম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পখে প্রায়ই প্রেম নিবেদনসহ নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিলো বখাটে ফরহাদ সরদার। মঙ্গলবার দুপুরে স্কুল ছাত্রী নিজ বাড়ির পুকুরে গোসল করে জামাকাপড় বদলানোর সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে ফরহাদ ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায়। এ সময় ছাত্রী ডাকচিৎকার দিলে বখাটে ফরহাদ পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা শাহ্জাহান খলিফা বাদি হয়ে বখাটে ফরহাদ সরদারকে আসামি করে ওইদিন রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক পিঙ্গলাকাঠি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে ফরহাদ সরদারকে গ্রেফতার করে। জবানবন্দি দেয়ার জন্য নির্যাতিতা স্কুলছাত্রীকে গতকাল বুধবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, গ্রেফতারকৃত ফরহাদ সরদারকে গতকাল দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে গ্রেরণ করেন।