গৌরনদী
পাটজাতব পন্য ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী বন্দরে বিভিন্ন চালের আড়ৎ ও মুদি দোকানে পাটজাতব পন্য ব্যবহার না করে প্লাস্টিক বস্তা ব্যবহার করায় বৃহস্পতিবার সকালে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খালেদা নাছরিন ৩ টি দোকানের ব্যাবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে। ব্যবসায়ী প্রতিষ্ঠান তিনটি হল গৌরনদী বন্দরের পরিমল ঘোষ, শুসান্ত ঘোষ ও সাইফুল ইসলামের চাউলের আড়ৎ। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খালেদা নাছরিন সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ীদেরকে বার বার সচেতন করার পরেও পরিবেশ বান্ধব পাটের তৈরী বস্তা ব্যবহার না করে পরিবেশের ক্ষতিকর প্লাস্টি বস্তা ব্যবহার করায় এ জড়িমানা করা হয়।