গৌরনদী
গৌরনদীতে কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার মহিষা গ্রামের কলেজ প্রভাষকের কন্যা ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী (১৬) প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহৃত হয়। এ ঘটনায় অপহৃতার বাবা বাদি হয়ে ৪ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মোশারেফ হোসেন খান জানান, গত ১১ মে সকাল সাড়ে ৬টার দিকে গৌরনদী উপজেলার মহিষা গ্রামের কলেজ প্রভাষক কাজী আক্তারুজ্জামানের কন্যা ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী (১৬) প্রাইভেট পড়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে মহিষা গ্রামের পাকা সড়কে পৌছলে স্থানীয় বখাটে মেহেদী হাসান (১৯) নেতৃত্বে তার ৪ সহযোগী অস্ত্র দেখিয়ে জিম্মি করে কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরন করে একটি মাহিন্দ্রতে তুলে নিয়ে যায়। বাদি আত্ম সম্মানের ভয়ে বিষয়টি গোপন রেখে মেয়েকে উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অপহৃতার বাবা প্রভাষক কাজী আক্তারুজ্জামান বাদি হয়ে বাবুগঞ্জ উপজেলার ঘন্ডেশ্বর গ্রামের মেহেদী হাসান (১৯), উজ্জল সন্যামাত (৩৫), দিপা (২৭), এস্কান্দার মোল্লা (৫৫)সহ চার জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় ্একটি অপহরণ মামলা দায়ের করেছে। এজাহারভূক্ত আসামিদের গ্রেফতার ও অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।