গৌরনদী
গৌরনদীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার উপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া কাল বৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে বৃহস্পতিবার সকালে জিআরের চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াত, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, বাটাজোর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আঃ রব হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। শেষে তিন শতজন ক্ষতিগ্রস্তকে প্রত্যেককে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়।