গৌরনদী
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গৌরনদীতে প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস.এম রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি’র প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, যুগান্তরের মোঃ আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জনকন্ঠের বরিশালের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সহ-সম্পাদক ও দৈনিক খবর পত্রের প্রতিনিধি মণীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ ও দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ আলী বাবু, প্রচার সম্পাদক ও বরিশালের আজকালের প্রতিনিধি এইচএম মহসীন, সহ-প্রচার সম্পাদক ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি জামিল মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থার গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ আনিছুর রহমান, গৌরনদী রিপোর্টাস ইউনিটির প্রচার সম্পাদক ও দৈনিক আমাদের বরিশাল পত্রিকার মোল্লা ফারুক হাসান, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রাণের বাংলাদেশের প্রতিনিধি এসএম মিজান, দৈনিক মাদরীপুর সংবাদের ষ্টাফ রিপোর্টার আফরোজা আক্তার কলি, দৈনিক কলমের কন্ঠের প্রতিনিধি পার্থ হালদার, দৈনিক বরিশালের কাগজের গৌরনদী প্রতিনিধি মনোতোষ সরকার, দৈনিক ন্যায় অন্যায় পত্রিকার প্রতিনিধি প্রমানন্দ ঘরামী, পল্লীদ্রæত পত্রিকার প্রতিনিধি বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ। বক্তারা হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।