গৌরনদী
উজিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-১১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সোনার বাংলা বাজার নামক স্থানে রোববার দুরপাল্লার বাস ঈগল পরিবহনের সঙ্গে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতনাম একজন যাত্রী নিহত ও ১১ জন যাত্রী আহত হয়েছে। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভান্ডারিয়া থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসা দুর পাল্লার বাস ঈগল পরিবহন গতকাল রোববার দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সোনার বাংলা বাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বরিশালগামী ট্রাক(ঢাকা মেট্রো-ট-২০৯৮০২)র স্বজোড়ে আঘাত লাগলে ঈগল পরিবহনে অজ্ঞাতনামা যাত্রী(৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঈগল পরিবহনের ১১ যাত্রী আহত হয়। গুরুতরভাবে আহত ৭ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চার জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে। পুলিশ দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করেছে।