গৌরনদী
আগৈলঝাড়ায় পিটিয়ে বৃদ্ধাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামে গত মঙ্গলবার পিটিয়ে বৃদ্ধকে হত্যার ঘটনায় গতকাল বুধবার আগৈলঝাড়া থানায় নিহতের ছেলে বাদি হয়ে একটি হত্যা মামলা দাযের করেছে। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি হাওয়া বেগম(৪৫)কে গ্রেপ্তার করে বুধবার সকালে পুলিশ হাওয়া বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন, নিহতের পরিবার ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের তৈয়ব আলী বেপারী(৭৫)র সঙ্গে ছোট ভাই তাহের বেপারী(৬০)র দীর্গদিন যাবত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রযেছে। গত সোমবার বৃদ্ধ তৈয়ব আলী বেপারী বরিশাল আদালতে হাজিরা দিয়ে বাড়ি আসলে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়। মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী বেপারী নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়ির সন্নিকটে বোরো ক্ষেতে কাজ করতে যান। এসময় প্রতিপক্ষ ছোট ভাই তাহের বেপারী ও তার স্ত্রী হাওয়া বেগম(৪৫) সেখানে পৌছে পুনরায় ঝগড়াঝাটি ও বিরোধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান। ওই দিন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনুর মিয়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পুত্র মো. স্বপন বেপারী অভিযোগ করে বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তাহের বেপারী বলেন, জমাজমি নিয়ে বিরোধ রয়েছে ঠিক কিন্তু তাকে আমরা পিটিয়ে হত্যা করি নাই। আঘাতে নয় সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, এ ঘটনায় নিহতের পুত্র মো. স্বপন বেপারী বাদি হয়ে একটি হত্যা মামলা দাযের করেছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামি তাহের বেপারীর স্ত্রী হাওয়া বেগমকে গতকাল বুধবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।