গৌরনদী
গৌরনদীতে মাদকসহ বিক্রেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বেঁজগাতি গ্রাম থেকে বুধবার ভোরে ৬৮৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রফিকুল ইলসাম ওরফে রাবু ঘরামী (৩০)কে গ্রেফতার করেছে র্যাব। এ ব্যাপারে বরিশাল র্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমান বাদি হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রাবু ঘরামী আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আব্দুল খালেক ঘরামীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মোশারেফ হোসেন খান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একটি টহল দল গতকাল বুধবার ভোরে গৌরনদীর বেঁজগাতি এলাকায় সুইস হাসপাতালের কাছে অভিযান চালিয়ে ৬৮৩পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রফিকুল ইসলাম ওরফে রাবু ঘরামীকে আটক করে। এ ব্যাপারে বরিশাল র্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমান বাদি হয়ে আটককৃত মাদক বিক্রেতা রফিকুল ইসলাম ওরফে রাবু ঘরামীকে আসামি করে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রাবু ঘরামীকে গতকাল দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরন করেন।