গৌরনদী
রবী ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী \ চন্দ্রদ্বীপসাহিত্যি সমাজের “বাঙালি চেতনায় রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম /কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে মঙ্গলবার বিকেলে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের অস্থায়ী কার্যালয়ে“বাঙালি চেতনায় রবীন্দ্র নাথ ঠাকুর” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আসর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন রাখেন নির্বাহী সম্পাদক কবি অবিচল আব্দুল মান্নান, বাসাইল সাহিত্য সংসদের সাধারন সম্পাদক অধ্যাপক দীনেশ চন্দ্র জয়ধর, বার্থী তারা মন্দিরের সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত, বাটাজোর উল্লাস সাহিত্য সংসদের সভাপতি উৎপল চক্রবর্তি, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের যুগ্ম সাধারন সম্পাদক কবি পলাশ তালুকদার, প্রচার সম্পাদক প্রবন্ধকার সোহরাব শরীফ, উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আব্দুল মতিন হাওলাদার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফাতেমা জান্নাত চাদনী, কবি চায়না দেবনাথ, কবি মোঃ নুরুজ্জামান আকন, ডাক্তার ও কবি আবুল হাচান আকন, কবি বিনয় কৃঞ্চ ঋৃষি, কবি সুশান্ত ঘরামী। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি সিকদার রেজাউল করিম।