গৌরনদী
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের বর্ষবরণ-সাহিত্য আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে গতকাল গৌরনদী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্ষবরণ- সাহিত্য-আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “বাংলা নববর্ষ ও বাঙালী সংস্কৃতি” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উপদেষ্টা, বাংলা সাহিত্যের গবেষক ও বরিশাল বিএম কলেজের অধ্যাপক ডঃ নীল কান্ত বেপারী (অবঃ)।
গৌরনদী উপজেলার চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও লেখক বাশার মাহমুদ। বক্তব্য রাখেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, নির্বাহী সম্পাদক কবি অবিচল আব্দুল মান্নান, সাহিত্য সম্পাদক পালরদী মডেল স্কুল এ্যাÐ কলেজের সিনিয়র সহকারী শিক্ষক চিত্ত রঞ্জন দাস, যুগ্ম সাধারন সম্পাদক কবি পলাশ তালুকদার, প্রচার সম্পাদক প্রবন্ধকার সোহরাব শরীফ, উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আব্দুল মতিন হাওলাদার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফাতেমা জান্নাত চাদনী, কবি চায়না দেবনাথ, কবি মোঃ নুরুজ্জামান আকন, ডাক্তারও কবি আবুল হাচান আকন, প্রদীপ কর্মকার, এস, এ মান্নান। শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠ শিল্পি ও সংবাদ সপ্তাহর সম্পাদক কাজী আল আমিন ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সদস্য রুমা বেগম ও আকর্ষনীয় কবি গান পরিবেশন করেন চিত্ত রঞ্জন দাস। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাংগঠনিক সম্পাদক ও রিপোটার্স ইউনিটির সম্পাদক কবি বেলাল হোসেন।