গৌরনদী
গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গৌরনদী উপজেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট কমিটি শুক্রবার সকালে অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফালগুনি হামিদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আল আমিনকে সভাপতি, জাদু শিল্পী এম.আর মহসিনকে সাধারণ সম্পাদক ও অরুপ দাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট গৌরনদী উপজেলা কমিটি গঠন করা হয়। জোটের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মোঃ হাবিবুর রহমান এ কমিটি অনুমোদনের জন্য জোর সুপারিশ করেন। সুপরিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে তিন বছরের জন্য (২০১৬- ২০১৮) গৌরনদী উপজেলা কমিটির অনুমোদন করেন।