গৌরনদী
গৌরনদীতে জাকের পার্টির জেলা মিশনের সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ছুফি খাজাবাবা ফরিদপুরী নক্শ্বন্দী মুজাদ্দেদী (কূঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উদ্যাপন উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কমপ্লেক্স গৌরনদীর সুন্দরদীতে জাকের পাটির জেলা মিশনের এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি খান নজরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির বরিশাল বিভাগীয় সভাপতি হাফেজ আঃ গনি। বিশেষ অতিথি ছিলেন জেলা মিশন প্রধান ও জেলা জাকের পার্টির সভাপতি মাস্টার মোঃ মোতালেব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সরদার, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন হাওলাদার। বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা জাকের পার্টির সভাপতি শাহ আলম হাওলাদার, পৌর সাবেক সভাপতি সেকেন্দার আলী, উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক স্বাধীন খান, প্রচার সম্পাদক এয়াকুব হাসান, সুিফ ল্যাবরেটরী স্কুল এন্ড মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, জাকের পার্টি নেতা মাস্টার মুঞ্জুর এলাহী, ইউনুস মিয়া প্রমুখ। শেষে দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মেনাজাত করা হয়। অপর দিকে আগৈলঝাড়ার সুজনকাঠীতে অনুরুপ কর্মসুচি পালন করা হয়।