গৌরনদী
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গৌরনদীতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত-১৫
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজারে সোমবার রাতে যুবলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওযা পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। গুরুতরভাবে আহত ৯ জনকে গৌরনদী উপজেলা ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা ও নারায়গঞ্জ- আসনের সাংসদ শামীম ওসমানের একান্তসচিব ও স্থানীয় যুবলীগের নেতা মো. হাফিজুর রহমানের সঙ্গে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসি জানান, সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের মধ্য সাংসদ শামীম ওসমানের একান্তসচিব ও স্থানীয় যুবলীগের নেতা মো. হাফিজুর রহমামানের নিজেদের জমির উপর দিয়ে লোকজনের চলাচলের একটি পুরানো কাচা রাস্তা করেন। গত সোমবার পুরানো রাস্তা বন্ধ করে দিয়ে বাড়ির সামনে দিয়ে নতুন করে আরেকটি রাস্তা তৈরী করেন। ওই পুরানো রাস্তা বন্ধের ফলে সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা ও তার স্বজনদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। এ নিয়ে সকালে উভয়ের মধ্যে বাক-বিতাÐা ও ঝগরাঝাটির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা অনেকেই জানান, সোমবার সকালের ঘটনার জের ধরে রাত পোনে ৭টার দিকে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে মহড়া দেওয়ার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় হামলা ও সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। সরিকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা বাজারে আসলে নাসির মোল্লার সমর্থকরা তার উপর হামলা চালিয়ে আহত করেছে।
যুবলীগের নেতা মো. হাফিজুর রহমানের সমর্থক সরিকল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. খোকন মৃধা(৩৫) অভিযোগ করে বলেন, সোমবার রাতে আমি আমার সমর্থকদের নিয়ে সরিকল বাজারে একটি চায়ের দোকানে বসা ছিলাম। এ সময় সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লার ছোট ভাই ও সরিকল ইউনিয়ন যুবলীগের সদস্য সন্ত্রাসী মো. নাসির মোল্লা(৩৬)র নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে আমাকে আমার সমর্থক দুলাল খান(৩২), সুমন মৃধা(২৮), সাইদুল (৩২), রানা(২৫) তুষার(১৬) রাকিব(২৩) ও কিরন(২১)কে জখম করেছে। এ অভিযোগ অস্বীকার করে নাসির মোল্লা বলেন, নিজেদের সন্ত্রাসী হামলার অপবাদ ঢাকতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা জানান, সরিকল বন্দরস্থ তার ছোট ভাই নাসির মোল্লা চাউলের আড়তে রাত ৭টার দিকে যুবলীগ নেতা খোকন মৃধা চাচা জাহাঙ্গীর মৃধাসহ ১২/১৫ জন শসস্ত্র সন্ত্রাসী লাঠিসোটা ধারাল অস্ত্র নিয়ে আড়তে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ক্যাস বাক্স থেকে দুই লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নেন। নাসির মোল্লা ও তার স্বজনারা বাধা দিলে হামলাকারীরা ছোট ভাই নাসির মোল্লা(৩৬), পুত্র জুয়েল মোল্লা(১৮), ভাতিজা শান্ত মোল্লা(২৫)নিকসন মোল্লা(২০), সমর্থক সুজন সরদার(১৮) ইমরান মোল্লা(২০), আরিফ হোসেন(২৪)সহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। গুরুতরভাবে আহত ৮ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।