প্রধান সংবাদ
আগৈলঝাড়ায় ইউএনওর আপসারনের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবী চন্দর আপসারনের দাবিতে গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে বিক্ষোভ মিছিল করেছে আগৈলঝাড়া আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্রলীগের নেতাকর্মিরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউ,এন,ওর নির্দেশে পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পরীক্ষার্থীর খাতা নিয়ে যান।
বিক্ষুব্ধ পরীক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি এইচএসসি পরিক্ষার গতকাল বৃহস্পতিবার ছিল ইংরেজী প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অগৈলঝাড়া আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ওই কলেজের (আগৈলঝাড়া আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ) পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দর কার্যালয় ঘেরাও করার চেষ্টা করলে পুলিশী বাধায় তা প- হয়ে যায়। পরবর্তিতে দুপুর দেড়টায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। কলেজ ছাত্রলীগের সভাপতি বরুন কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অগৈলঝাড়া আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্র সংসদের ভিপি রাজীব ঘটক, জিএস মাহিবুল মান্নান, এজিএস ইমরান হোসেনসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ইউ,এন,ও দেবী চন্দের অপসারন করার জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। অন্যথায় তারা আগামি রবিবার অনুষ্ঠিতব্য পরীক্ষা বর্জনের ঘোষনা দেন।
ভিপি রাজীব ঘটক, জিএস মাহিবুল মান্নান, এজিএস ইমরান হোসেন, কলেজের সাধারন পরীক্ষার্থী আবির হোসেন, লাবনী আক্তার, জাকির হোসেন জানান, পরীক্ষার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ১৫ মিনিট আগে ইউ,এন,ওর নির্দেশে শুধুমাত্র আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের পরীক্ষার্থীদের খাতা নিয়ে যাওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস,এম, হেমায়েত উদ্দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে আজ শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ কলেজে বৈঠকে বসে সমস্যার সমাধান করবেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউ,এন,ও) দেবী চন্দ প্রথম আলোকে বলেন, আমি সুষ্ঠ, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহন করার জন্য প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার অপসারন চেয়ে আমার বিরুদ্ধে কেন মিছিল করেছে তা আমার বোধগম্য নয়, ওরাই ভাল জানে।
নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত একাধিক শিক্ষক ও কর্মকর্তারা জানান, পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেতাকর্মিদের বিশেষ সুবিধা নিতে বাধা দেওয়ায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।