গৌরনদী
গৌরনদী পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে গতকাল সোমবার প্রথম দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর গৌরনদী উপজেলার ৫টি কেন্দ্রের ৬টি ভেনুতে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের মধ্যে ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা ঘোরাফেরা করলেও স্থানীয় ও জাতীয় পত্রিকা ও বেনসরকারি টিভি চ্যানেল সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে নিষিদ্ধ ঘোষনা করেছে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন।
গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম মিয়া জানান, চলতি এইচএসসি পরীক্ষায় গতকাল সোমবার প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশালের উপজেলার সরকারি গৌরনদী কলেজ, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়, মাহিলাড়া ডিগ্রী কলেজ, হোসনাবাদ নিজাম উদ্দিন, গৌরনদী গালর্স স্কুল এ্যাÐ কলেজ ও কাসেমাবাদ আলীয়া কামেল মাদ্রসায় কেন্দ্রের ৬টি ভেনুতে ২হাজার ৪শত ৭৫জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপুস্থিতির সংখ্যা ছিল ৮জন।
কর্মরত সাংবাদিকরা জানান, তারা পরীক্ষা শুরুর পরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা সংক্রান্ত তথ্য ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখার জন্য কেন্দ্রে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত আইন শৃংখলা সদস্যরা বাধা প্রদান করে সাংবাদিকদের বলেন, ইউএনও স্যার পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক নিষিদ্ধ ঘোষনা করেছে। দৈনিক ভোরের আলো গৌরনদী প্রতিনিধি রাশেদ আহম্মেদ জানান, তিনিসহ দুই সাংবাদিক সকাল ১১টায় গৌরনদী গালর্স স্কুল এ্যাÐ কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলে কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জয়নাল তাদের ঢুকতে বাধা দিয়ে ইউএনওর সিদ্বান্তের কথা জানান। পরবর্তি সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রে গেলে একইভাবে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক নিষিদ্ধের কথা জানান। সাংবাদিকরা অভিযোগ করে বলেন, পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক নিষিদ্ধ করা হলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা অবাধে কেন্দ্রে ঘোরাফেরা করেছে। এ সম্পর্কে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন বলেন, সরকারি নির্দেশনা অনুয়ায়ি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক নিষিদ্ধ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়া হবে অথবা হবে না এ ধরনের কোন সুনিদৃষ্ট নির্দেশনা নেই। তবে যেহেতু সাংবাদিকদের কাছে ক্যামেরা ও মোবাইল আছে সেই বিবেচনায় কেন্দ্রে যেতে দেয়া হয়নি।