গৌরনদী
গৌরনদীতে জামেয়ার খতমে বোখারী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী থানা সংলগ্ন জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার জামেয়ার চলতি শিক্ষাবর্ষের খতমে বোখারী (শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান) গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার মোহতামিম কারী আঃ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে বোখারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বিখ্যাত ইসলামী বিদ্যাপিঠ ভারতের আযহারুল হিন্দ,দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদীস আল্লামা আব্দুল্লাহ মারুফী (দাঃবাঃ)। তিনি গৌরনদী থানা সংলগ্ন জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার জামেয়ার চলতি শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সমাপনী দরস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র জামেয়া ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদীস মাওঃ হাফেজ মুফতি আঃ রউফ। অনুষ্ঠানের প্রথম পর্বে জামেয়ার ১৬ জন শিক্ষার্থীকে পাগড়ী পরিধান করানো হয়।