Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় বেঁদে পল্লী ও সর্দারের উপর হামলা, প্রতিবাদে থানা ঘেরাও

    | ১৬:০১, মার্চ ৩১ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকীচরের বেঁদে পল্লীবাসীর কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় লিয়াকত হাওলাদার ও তার সহযোগীরা। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বেঁদে পল্লী ও সর্দারের উপর হামলা চালিয়ে তাদের মারধর করে। গতকাল শুক্রবার হামলার প্রতিবাদে বেঁদে পল্লীর বাসিন্দরা গৌরনদী মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। পুলিশ বিচারের অশ্ব্সা দিয়ে কর্মসূচী স্থগিত ঘোষনা করে পল্লীর বাসিন্দরা।

    স্থানীয় লোকজন, পল্লীর বাসিন্দা ও ভূক্তভোগীরা জানান, গৌরনদী উপজেলার টরকীর চরের বেঁদে পল্লীর সদস্য আজিম সরদার, অনিস সরদার ও শাহীন সরদার সম্প্রতি বেঁদে পল্লী সংলগ্ন টরকীর চর মৌজার ২৪ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে ঘর তুলতে গেলে বুধবার সকালে স্থানীয় লিয়াকত হাওলাদার ও তার সহযোগীরা বাঁধা প্রদান করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আজিম সরদার, অনিস সরদার ও শাহীন সরদার চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে আগামি ২৪ ঘণ্টা র মধ্যে চাঁদা পেিরাশোধের আল্টিমেটান দিয়ে চলে যান। পল্লীর সদস্য আজিম সরদার অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিকেলে লিয়াকত হাওলাদারের নেতৃত্বে তার সহযোগী শের আলী, সবুজ বয়াতিসহ ৭/৮জন সন্ত্রাসী বেঁদে পল্লীতে গিয়ে দাবিকৃত চাঁদার টাকা পরিশোধের তাগিদ দেন। এ সময় বেঁদে সর্দার মো. স্বপন সরদার এর প্রতিবাদ করেন। এ নিয়ে স্বপন সরদারের সঙ্গে চাঁদাবাজ লিয়াকতের বাকবিতাÐার এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের মারধর করে। বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে জানালে থানার উপ-পরিদর্শক (এসআই) মাজারুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে চাঁদাবাজরা পািলয়ে যায়।

    বেঁদে সর্দার স্বপন সরদার অভিযোগ করে বলেন, পুলিশের কাছে অভিযোগ করায় চাঁদাবাজরা আমার উপর ক্ষিপ্ত হয়। গতকাল শুক্রবার আমি স্ত্রী পাখী বেগমকে সঙ্গে নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্ধেশ্যে রওয়ানা হয়ে সকাল ১১টার দিকে উপজেলার টরকী বন্দর মসজিদ মার্কেটের পাশে পৌঁছলে চাঁদবাজ লিয়াকত হোসেন ও তার সহযোগীরা ৮/১০ সন্ত্রাসী বন্দরের মধ্যে প্রকাশ্যে আমার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদম মারধর করে নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নেন এবং আমার স্ত্রীকে মারধর করে তার স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চাঁদা দাবির কথা অস্বীকার করে লিয়াকত হাওলাদার মুঠো ফোনে বলেন, চাঁদাবাজি নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তাছাড়া‘হামলার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই।’

    সর্দার স্বপনের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বেঁদে পল্লীর দুই শতাধিক নারী ও পুরুষ বেঁদে টরকী বন্দরে জড়ো হয়ে হামলাকারীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে গৌরনদী সদরে এসে গৌরনদী মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে পুলিশ হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং বেঁদেরা কর্মসূচী স্থগিত করে চলে যান। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় স্বপন সরদার বাদি হয়ে লিয়াকত হোসেনসহ ১০ জনকে আসামি করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেছেন। ওসি স্যার ভিআইপি ডিউটি শেষে থানায় ফিরলে মামলা রুজু হবে’।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিলে ২০০১ সালের মত নৌকাকে ডুবিয়ে বিজয়ী হতাম
    • গৌরনদী পৌর দুই বিএনপি নেতার বহিস্কারদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে ভাইয়ের বিরুদ্ধে দেড়শ বছরের দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ
    • গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে চিকৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা \ বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে হামলা ভাঙচুর
    • ওয়াজ মাহফিলে জামায়াতকে ভোট দিবেন না বলায় মুসুল্লীদের প্যান্ডেল ত্যাগ
    Top