গৌরনদী
বরিশালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকমঃ বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির বরিশালের ক্যামেরা পারসন ও স্থানীয় সাংবাদিক সুমন হাসানকে বরিশাল ডিবি অফিসে নিয়ে অমানুষিক নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল রবিবার সকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও গৌরনদী রিপোটার্স ইউনিটির যৌথ উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. জামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতিও জনকণ্ঠ ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, সহ-সম্পাদক মো. মনিরুজ্জামান চুন্নু, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোঃ বদরুজ্জামান খান সবুজ, সহ-সম্পাদক মনীষ চন্দ্র, নয়া দিগন্ত প্রতিনিধি এইচ,এম, সুমন, রিপোটার্স ইউনিটির কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম রনি, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীর, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি পলাশ তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ লোকমান হোসেন রাজু , রাজীব হোসেন খান প্রমূখ। বক্তারা সাংবাদিক সুমনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।