গৌরনদী
গৌরনদীর শিক্ষকদের শিক্ষা সফর অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার নিলখোলা ক্লাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ২ দিন ব্যাপী শিক্ষা সফরে ক্লাস্টারের ১৬টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষক বৃধবার সমুদ্র সৈকত কুয়াকাটায় শিক্ষা সফরে যান এবং কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করে বুহস্পতিবার বিকেলে কুয়াকাটা পর্যটন মোটেল ও ইয়ুথ ইনের প্রাঙ্গনে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেন। শিক্ষা সফর উদযাপন কমিটির আহবায়ক বিএম ইউনুস আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামালের সহধর্মীনি জাহানারা বিউটি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, তার সহধর্মীনি ও বরিশাল এ করিম আইডিয়াল কলেজের প্রভাষক মরিয়ম বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বদিউজ্জামান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মিয়া। বক্তব্য রাখেন উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিম আহম্মেদ, সাধারন সম্পাদক কতুব উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারন সম্পাদক সুদাম চন্দ্র পাল, প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল, সালেহা আক্তার, হুসনেআরা খানম, কল্পনা রানী মন্ডল, কামরুল হাসান, সহকারী শিক্ষক সুব্রত পাল, জাকির হোসেন, শফিকুল ইসলাম, রনি সিকদার, দীলিপ রুদ্র, শামীম সরদার প্রমুখ। শেষে অনুষ্টানের প্রধান আকর্ষন র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।