গৌরনদী
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৌরনদীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে গৌরনদীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী পুরুষ ও সাধারন মানুষ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সি, নারী ভাইস চেয়ারম্যান এ্যাড. সাহিদা আক্তার, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, মৎস অফিসার প্রদিপ কুমার দাম, আনসার ও ভিডিপি অফিসার মরিয়ম আক্তার, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ, নির্বাহি সদস্য শামীম মীর, ডিএইচডিও এর উপজেলা সমন্বয়কারী মো: লোকমান হোসেন রাজু, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান প্রমুখ।