গৌরনদী
গৌরনদীতে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা ভাইকে কুপিয়ে জখম করেছে। মূমূর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবনতি ঘটলে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে এবং সেখান থেকে গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত তুহিনের ভাই বাদি হয়ে তিন জনের নামাল্লেখসহ ৫ জনকে আসামি করে গতকাল গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানায়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মো. হাকিম আকনের কন্যা শেফালী আক্তার(২৬)র একই উপজেলার সালতা গ্রামের মো. মুজাম বেপারীর পুত্র মো. খোকন বেপারীর সঙ্গে বিয়ে হয়। গত আড়াই বছর আগে খোকন বেপারী জীবিকার তাগিদে বিদেশে চলে যান। পারিবারিক সদস্যরা জানান, গত ৫/৬ মাস যাবত স্বামী খোকন বেপারীর চাচাতো ভাই মো. সেলিম বেপারীর পুত্র শিবির কর্মি মো. সাইফুল বেপারী(২০) প্রবাসী খোকনে স্ত্রী শেফালীকে উত্যক্ত করে আসছিল। শেফালী বিষয়টি ভাই মো. তুহিন আকনকে জানান।
শেফালীর ভাই তুহিন আকন(১৮) জানান, বোনের কাছ থেকে বিষয়টি শুনে গত মঙ্গলবার সকালে সে বোনের বাড়িতে গিয়ে সাইফুলকে এ বিষয়ে জিজ্ঞাসা করে ভবিষ্যাতে এহেন কাজ থেকে বিরত থাকতে বলে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সাইফুল বেপারী ক্ষিপ্ত হন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন। তুহিন অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার আমার কর্মস্থল কালকিনি উপজেলা সদর থেকে নিজ বাড়ি বাদুরতলা গ্রামে সাইকেলযোগে আসার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদুরতলা ঘুল্লিরপাড় নামক স্থানে পৌছলে মঙ্গলবারের ঘটনার জের ধরে সাইফুল বেপারীর নেতৃত্বে তার সহযোগী জুয়েল বেপারী(২৩), রুবেল বেপারী(২৫)সহ ৫ সন্ত্রাসী আমাকে সাইকেল থেকে নামিয়ে পেটাতে থাকে এক পর্যায়ে সাইফুল নিজের কোমর থেকে চায়নিজ কুড়াল বের করে অঅমার মাথায় আঘাত করেছে। এসময় আমার সঙ্গে থাকা নগত ২২হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। আমি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত তুহিনের বড় ভাই মো. শাহিন আকন অভিযোগ করে বলেন, শিবির কর্মি সাইফুল বেপারী গত ৫/৬ মাস যাবত আমার বিবাহিত বোনকে উত্যক্ত করে। ছোট ভাই তুহিন আকন এর প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে চায়নিজ কুড়াল দিয়ে মাথায় একাধিক স্থানে কুপিয়ে জখম করেছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম বলেন, তুহিনের মাথায় চায়নিজ কুড়ালের দুটি আঘাতের গভীরতা অনেক বেশী তাছাড়া প্রচুর রক্তক্ষরন হয়েছে। রোগী অত্যাধিক ঝুঁকির মধ্যে থাকায় রাতেই বরিশাল পাঠানো হয়েছে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাইফল বেপারী হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, হামলার বিষয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আহত তুহিনের বড় ভাই মো. শাহিন বাদি হয়ে গতকাল শুক্রবার শিবির কর্মি সাইফুল বেপারী, সহযোগী রুবেল বেপারী ও জুয়েল বেপারীকে আসামিকরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।