গৌরনদী
গৌরনদীতে কর্মপরিকল্পনা বিষয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, গ্রামীণ প্রেক্ষাপটে সরকারের প্রতি জনসাধারনের প্রত্যাশা ও প্রাপ্তি সংক্রান্ত বিগত ৯ বছরের বাস্তবায়িত প্রকল্প ও আগামি ৫ বছরের ওয়ার্ড ভিত্তিক কর্মপরিকল্পনা বিষয় স্থানীয় জনসাধারনকে নিয়ে কর্মপরিকল্পনা বিষয়ক সভা মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়।
উপজেলার তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মপরিকল্পনা বিষয় সভা উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলম মোল্লা, নজিবুর রহমান মিয়া, তাঁরাকুপি-কটকস্থল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ কামাল হোসেন কুতুবী, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ এসএম মিজান, প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান। বক্তব্য রাখেন ইউপি সচিব মোফাজ্জেল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কবির উদ্দিন মাঝি, আবুল হাসেম হাওলাদার, মতিয়ার রহমান হাওলাদার, মোঃ সৈকত হোসেন, শরীফ বেপারী, নয়ন শাহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।