গৌরনদী
গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারকে লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ নির্ধারিত তারিখে বনভোজনে না যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সিনিয়র সুপারভাইজার মোঃ নজরুল ইসলামকে লাঞ্ছিত করেছে মসজিদ ভিত্তিক গনশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বিক্ষুব্ধ মক্তবের শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম জানান, গৌরনদী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক গনশিক্ষা প্রতিষ্ঠান(মক্তব)র শিক্ষকদের (ইমাম) নিয়ে গতকাল শনিবার সকালে বনভোজনে যাওয়ার দিন ধার্য্য ছিল। বনভোজনে যাওয়ার ইচ্ছুক উপজেলার ১০২টি মসজিদের মক্তবের শিক্ষকরা (ইমামরা) গতকাল শনিবার সকালে গৌরনদী ইসলামিক ফাউন্ডেশনে আদর্শ পাঠঅগার কেন্দ্রে সমেবেত হন। তখন গৌরনদী ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম জানান, বনভোজনে যাওয়ার প্রস্তুতি কিংবা আয়োজন কোনটাই নেই এবং বনভোজন বাতিল করা হয়েছে। এ নিয়ে মক্তবের শিক্ষকদের সাথে নজরুলের বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে ফাউন্ডেশনের সুপার ভাইজার নজরুল ইসলামকে লাঞ্ছিত করে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। গৌরনদী ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ নজরুল ইসলাম বলেন, বনভোজনে যাওয়ারমত আর্থিক যোগান না হওয়ায় বনভোজন বাতিল করা হয়েছ্ েএতে শিক্ষকরা খারাপ আচরন করেছে।