গৌরনদী
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বখাটে আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪)কে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। উত্যক্তকারী ৩ বখাটের মধ্যে বখাটে রেজাউল চাপরাশীকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, ওই অষ্টম শ্রেণীর ছাত্রী গতকাল বুধবার সকালে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রভাত ফেরী শেষে প্রতিবেশী এক ছাত্রীর সঙ্গে নিজ বাড়ি পশ্চিম বার্থীর উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০টার দিকে পশ্চিম বার্থী গ্রামের পন্ডিত স্যারের বাড়ির কাছে পৌছলে বড়দুলালী গ্রামের বখাটে কাদের সরদার (২৬), রেজাউল সরদার (২৭), তাঁরাকুপি গ্রামের রেজাউল চাপরাশী (২৪) একটি মোটর সাইকেল যোগে এসে ওই ২ ছাত্রীর পথরোধ করে। এ সময় বখাটে কাদের সরদার অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেম নিবেদন করে। ওই ছাত্রী প্রেম প্রস্তাব প্রত্যাখান করলে বখাটে কাদের সরদার ও রেজাউল সরদার ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এসময় দুই ছাত্রী ডাকচিৎকার দিলে বখাটেরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মাজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বার্থী গ্রামে অভিযান চালিয়ে তাঁরাকুপি গ্রামের বখাটে রেজাউল চাপরাশীকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়রের প্রস্তুতি চলছে বলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান।