গৌরনদী
গৌরনদীতে ২২৪পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যœত অভিযান চালিয়ে ২২৪ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই মাজাহারুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ৩ জন এস.আই সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম শাওড়া গ্রাম থেকে ৫৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মনিরুজ্জামান বেপারী (৩৮), দক্ষিণ বিজয়পুর গ্রাম থেকে ৫১ পিস ইয়াবাসহ ফিরোজ সরদার (৩০), উত্তর বিজয়পুর গ্রাম থেকে ২০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শফিকুর রহমান মুরাদ (৩৪) কে আটক করা হয়। এ ব্যাপারে তিনিসহ ৩ এস.আই বাদি হয়ে মাদকদ্রব্য আইনে পৃথক ৩টি মামলা দায়ের করেছেন।