গৌরনদী
গৌরনদীতে ছাত্রলীগ নেতা টিপু ও কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল হোসেনের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ ও মহুমদ্বয়ের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে সকালে কালোব্যাচ ধারন, শোক র্যালী দলীয় কার্যালয়ে ও মরহুমদ্বয়ের বাড়িতে দিনভর কোরআন খানি ও মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোক সভা ও মিলাদ অনুষ্ঠান উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন, সিনিয়র নেতা আবু সাঈদ নান্টু, পৌর সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবদলের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সম্পাদক মোঃ শাহজাহান, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, জিএস জাহিদুল ইসলাম, পৌর সভাপতি মিলন খলিফা, সাঃ সম্পাদক প্রিন্স বেপারী, কলেজ সভঅপতি মোঃ সুজন, সাধারন সম্পাদক রাতুল শরীফ, মরহুমের সহদোর ও বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলম মোল্লাসহ উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃতবৃন্দ। শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়্ াও মোনাজাত করা হয়। প্রসঙ্গ, ১৯৯১ সালের এই দিনে ছাত্রলীগ নেতা টিপু ও কামাল বোমায় নিহত হয়।