গৌরনদী
প্রবাসী ভাবির নগ্ন ছবি দিয়ে জিম্মি করে দেবরের যৌন হয়রানীর চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি মুঠোফোনে ধারন করে অসামাজিক কাজের প্রস্তাব দেন দেবর। এতে প্রবাসীর স্ত্রী রাজি না হওয়ায় তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় গতকাল শনিবার প্রবাসীর স্ত্রী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় পণ্রগ্রাফি আইনে মামলা দায়ের করে। পুলিশ ্এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডের থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মোশারফ হোসেন জানান, গৌরনদী উপজেলার লক্ষনকাঠী গ্রামের সুমন বেপারী(৩২) বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামের আবুল হোসেন বেপারীর কন্যা তাহেরা আক্তার(২০)কে তিন বছর আগে বিয়ে করেন। বিয়ের এক বছর পরে সুমন বেপারী দুবাই চলে যান। সেই থেকে সুমনের স্ত্রী স্বামীর বাড়িতে থাকেন।
বাদি মামলায় উল্লেখ করেন, গত ১৭ আগষ্ট থেকে ১০ অক্টোবরের মধ্যে যে কোন সময় তার দেবর সুজন বেপারী(২৫) তার অজান্তে নগ্ন ছবি ধারন করেন। ওই ছবি দেখিয়ে তাকে অসামাজিক কাজের প্রস্তাব দেন। এতে সে রাজি না হলে সুমন বেপারী তার বন্ধু একই গ্রামের রিপন সরদার(৩০)র সহায়তায় ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ঘটনায় গতকাল শনিবার প্রবাসীর স্ত্রী তাহেরা আক্তার বাদি হয়ে দেবর সুজন বেপারী ও তার বন্ধু রিপন সরদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় পণ্রগ্রাফি আইনে মামলা দায়ের করে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গতকাল শনিবার লক্ষনকাঠী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এজাহারভূক্ত আসামি সুজন বেপারী ও রিপন সরদারকে গ্রেপ্তার করেছে।