গৌরনদী
থানা থেকে হত্যা মামলার আসামি ছেড়ে অভিযোগে গৌরনদীা থানার ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীতে কলেজ ছাত্র ও ছাত্রলীগ কর্মী সাকির গোম্স্তা হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ফাহিমকে গ্রেফতারের পর থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় গত শুক্রবার রাতে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তিন সদস্যে’র তদন্ত কমিটির তদন্ত রির্পোটে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় তাকে প্রত্যাহার করে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, বরিশালের গৌরনদীর পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়ে গত ২১ নভেম্বর নিহত হন কলেজের ছাত্র সাকির হোসেন। ঘটনার পর পরই স্থানীয়রা সাকিরের ওপর হামলাকারী ও হত্যা মামলার ৬ নং আসামি ফাহিমকে ঘটঁনাস্থল থেকে ধরে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামচুউদ্দিনের কাছে ফাহিমকে সোপর্দ করেন। উপ-পরিদর্শক (এসআই) শামছুদ্দিন ফাহিমকে আটক করে থানায় নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের নির্দেশে ডিউটি অফিসার ফাহিমকে ছেড়ে দেন।
পরদিন ২২ নভেম্বর আসামি ছেড়ে দেওয়ার প্রতিবাদে পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলামের কাছে ওসির বিরুদ্ধে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ করেন। সাকিরের মা আলেয়া বেগম বিষয়টি বরিশাল -২ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নিকট অভিযোগ করেন। পরের দিন বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যে’র তদন্ত কমিটি গঠন করেন। গত ২০ জানুয়ারি তদন্ত কমিটি পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তাকে বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এবং গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেনকে সাময়িকভাবে ওসির দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের অধ্যক্ষকে প্রতিবাত করতে বখাটের হামলার শিকার হয়ে ২১ নভেম্বর মারা যান ছাত্রলীগের কর্মী একাদশ শ্রেনীর ছাত্র সাকির গোমস্তা । এ ঘটনায় নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে ৬ জনের নামোল্লেখ করে যুব ও ছাত্রলীগের ১২ কর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।