প্রধান সংবাদ
তনু হত্যার প্রতিবাদে বরিশালে প্রদীপ জ্বালিয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ তনুর হত্যাকারিদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে শুক্রবার রাতে প্রদীপ জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের শেষবর্ষের ছাত্রী তন্নি দেবনাথ। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শামিম সোহাগ, সাহেদুজ্জামান সবুজ, সাইফ মাহমুদ প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল সরকারি বিএম কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।