গৌরনদী
আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন খানের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলী নেতা লোকমান হোসেন খান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি ২ পুত্র ও ১ কন্যা, নাতি নাতনী অসংখ্য আত্মীয় স্বজনসহ বহু গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি, অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জনতা ও অগ্রনী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ফরহাদ মুন্সী গভীর শোক প্রকাশ করেছেন। বরিশাল জেলা বিএনপির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, জাতীয় পার্টি মালেশিয়া শাখার সভাপতি ও বরিশাল -১ আসনে আগামি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির সাম্ভাব্য প্রার্থী এস, এম, রহমান পারভেজ, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাংস্কৃতিক সংগঠক শামস আল মামুন, কর্মজীবি দলের সভাপতি মো. লিটন ও সাধারন সম্পাদক আলতাফ হোসেন সরদার।